Zemāk ir dziesmas vārdi Smritigulo , izpildītājs - Warfaze ar tulkojumu
Oriģinālteksts ar tulkojumu
Warfaze
সেই সুখ ছবি আজও ভেসে বেড়ায়
ঐ ঝাউ বনের নিরালায় এখনও
সেই সুখপটে শুধু আছ তুমি
আছ আমারই চেতনার মাঝে যে
ওওওও আমি পারিনা যে
ওওওও তোমায় ভুলে যেতে
সেই স্মৃতিগুলো মনেরই মাঝে
জেগে রয় যে শুধু সারাক্ষন
আমি পারিনা যে ঐ চোখেরই ভাষা
এই মন থেকে হারাতে
বসে থেকে একা একা
শুন্য বুকেরই মাঝে যে
তোমায় খুঁজে বেড়াই ঐ নীল সীমানায়
সেই যে পাহাড় চূড়ায় তুমি নেই
সেই স্মৃতিগুলো মনেরই মাঝে
জেগে রয় যে শুধু সারাক্ষন
আমি পারিনা যে ঐ চোখেরই ভাষা
এই মন থেকে হারাতে
সেই স্মৃতিগুলো মনেরই মাঝে
জেগে রয় যে শুধু সারাক্ষন
আমি পারিনা যে ঐ চোখেরই ভাষা
এই মন থেকে হারাতে
সেই স্মৃতিগুলো মনেরই মাঝে
জেগে রয় যে শুধু সারাক্ষন
(End)
Vocal-Mizan
Guitar-Kamal
Guitar-Balam
Key-Shams
Bass-Biju
Drums-Tipu
Dziesmas dažādās valodās
Augstas kvalitātes tulkojumi visās valodās
Atrodiet nepieciešamos tekstus dažu sekunžu laikā